খাগড়াছড়ির পানছড়ি সীমান্তের পাহাড়ি এলাকায় নলকূপ, সেলাই মেশিন, টিন ও নগদ অর্থ, খাতা ও স্কুল ব্যাগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে দুর্গম অংজ পাড়ায় বিজিবি সদস্যদের উপস্থিতিতে এসব দেয়া হয়।
জানা যায়, খাগড়াছড়ির পানছড়িতে সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সার্বিক কল্যাণে নিয়মিতভাবে মানবিক সহায়তা দিয়ে আসছে ‘৩ বিজিবি’। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি বিজিবি লোগাং জোনে জনকল্যাণমূলক কার্যক্রমেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ রয়েছে।
এরই ধারাবাহিকতায় সেখানকার মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে পানির অভাব পূরণে নলকূপ, দুঃস্থ নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন, অসহায়দের ঘরের ছাউনির জন্য টিন ও নগদ অর্থ, প্রাথমিক শিক্ষার্থীদের খাতা ও স্কুল ব্যাগ দেয়া হয়েছে।
এ সময় ‘৩ বিজিবি’ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য দায়িত্বপূর্ণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, পানীয় জলের চাহিদা পূরণ ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বিজিবি সদস্যরা।’



