ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা মোবারক হোসাইন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন জমা দেয়ার পর মাওলানা মোবারক হোসাইন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নোমিনেশন পেপার জমা দেয়া হয়েছে। সমমনা ১০টি দলের মধ্যে নির্বাচনী সমঝোতা হওয়ায় আশা প্রকাশ করছি। এ আসনটি প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে যাবে ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির প্রত্যাশিত নির্বাচনের জন্য দেশবাসী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। জনগণ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়বে।’
জামায়াতের এ নেতা বলেন, ‘জনগণের ভালোবাসা ও সহযোগিতায় ন্যায়, সাম্য ও মানবতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। পাশাপাশি পিছিয়ে পড়া সরাইল-আশুগঞ্জের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।’
এ সময় আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগর উপজেলার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী, তরুণ প্রতিনিধি, ব্যবসায়ী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



