ফেনীতে জামায়াতের প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

মিথ্যাচারের মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে, ষড়যন্ত্র,চক্রান্তের মাধ্যমে, হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে কোন আদর্শবাহী রাজনৈতিক সংগঠনকে এ জমিন থেকে উৎখাত করা যায়নি, এখনো যাচ্ছে না, আগামীতেও যাবে না।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে জামায়াতের প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি
ফেনীতে জামায়াতের প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি |নয়া দিগন্ত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বাদ জোহর আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু র‍্যালিতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। এর আগে, সকাল ১১টায় প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা উপজেলা ও পৌরসভার জামায়াতের আয়োজনে উপজেলা আমীর গাজী ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক।

প্রধান বক্তা ছিলেন জেলা আমির মুফতি আব্দুল হান্নান। পৌর আমির মাওলানা কামরুল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাইদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা ও দাগনভূইয়া উপজেলা সেক্রেটারি কামাল হোসেন পাটোয়ারীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ডা. ফখরুদ্দিন মানিক বলেন, ‘মিথ্যাচারের মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে, ষড়যন্ত্র,চক্রান্তের মাধ্যমে, হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে কোন আদর্শবাহী রাজনৈতিক সংগঠনকে এ জমিন থেকে উৎখাত করা যায়নি, এখনো যাচ্ছে না, আগামীতেও যাবে না। বরং যারাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা নিজেরা হারিয়ে গিয়েছে। পালাতে বাধ্য হয়েছে। ৫ আগস্টের পর আমরা আশা করছিলাম, হয়তো নতুন করে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে না। আমরা নতুন করে আধিপত্যবাদের আর কোম বক্তব্য দিতে হবে না। আমরা মনে করেছিলাম, কোনো চাঁদাবাজ, দখলবাজের বিরুদ্ধে কথা বলতে হবে না। কিন্তু আমাদের দূর্ভাগ্য। আমরা স্পষ্ট বলতে চাই, নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবে না। রাজাকার ট্যাক দিয়ে ধ্বংসের রাজনীতি আর কাউকে করতে দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘আপনারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখুন। এখন থেকে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করুন। ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিন। দাঁড়িপাল্লা জয়ি করতে কাজ করুন।’

মেজবাহ উদ্দিন সাঈদ তার বক্তব্যে বলেন, ‘একটি দল টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখলে ব্যস্ত হয়ে মানুষের সাথে দূরত্ব তৈরী করছে। যারা জনস্বার্থের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, জনগণ তাদের ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।’