আসন্ন নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
এ চিঠিতে কাইয়ুম চৌধুরীকে উল্লেখ করে লেখা হয়, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সিলেট জেলাধীন সব সংসদীয় আসনে নির্দেশক্রমে আপনাকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দল আশা করে যে, আপনি সিলেট জেলাধীন সব নির্বাচনী আসনে সমন্বয়ক হিসেবে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।’
প্রসঙ্গত, জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল থেকে এ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে মনোনয়ন প্রদান করা হয়।



