বগুড়ায় খালেদা জিয়ার আসনে দাঁড়িপাল্লার বড় শোডাউন

শনিবার (৮ নভেম্বর) সকালে বগুড়া শহরের চকলোকমান উল্কা মাঠ থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী, দুর্গাহাটা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাগইল গিয়ে শেষ হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া-৭ আসনে জামায়াতের শোডাউন
বগুড়া-৭ আসনে জামায়াতের শোডাউন |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে এই প্রথম বড় শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও বগুড়া জেলা জামায়াতের সাবেক আমির গোলাম রব্বানী।

শনিবার (৮ নভেম্বর) সকালে বগুড়া শহরের চকলোকমান উল্কা মাঠ থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী, দুর্গাহাটা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাগইল গিয়ে শেষ হয়।

জানা যায়, জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, পোস্টারশোভিত মোটরসাইকেল বহর উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সড়কের দু’পাশের হাট বাজারের পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় এবং দাাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেয়।

আরো জানা যায়, শোভাযাত্রায় প্রায় তিন হাজারের অধিক মোটরসাইকেল আরোহী অংশগ্রহণ করেন এবং বিকেলে কাগইল ইউনিয়নের কান্তনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভার মধ্য দিয়ে শোভাযাত্রা শেষ হয়।

পথসভায় গোলাম রব্বানী বলেন, ‘এ দেশ চলবে আল্লাহর আইনে। আপনারা আগামী নির্বাচনে জাতীয় সংসদে সৎ মানুষ পাঠাবেন, যারা কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবেন। যারা আল্লাহর আইন চায় না, তারা দেশের মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। জুলুম-নির্যাতনে অতিষ্ঠ অধিকারবঞ্চিত শিক্ষার্থীরা সরকারি বড় বড় বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে মজলুমের পক্ষে রায় দিয়েছে। তারা ইসলামপন্থীদের বিজয়ী করতে শুরু করেছে। তাই বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির ও বগুড়া-৭ আসনের নির্বাচনী পরিচালক অধ্যাপক মাওলানা আবদুল হাকিম সরকার বলেন, ‘গাবতলী উপজেলার কলাকোপা থেকে জিয়াউর রহমানের বাড়ি বাগবাড়ী পর্যন্ত প্রায় আট কিলোমিটার জুড়ে শোডাউন প্রমাণ করেছে দেশের মানুষ উন্নয়ন সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ চায়। বগুড়া-৭ আসনের আপামর জনগণ গোলাম রব্বানীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গাবতলী ও শাজাহানপুরের উন্নয়ন করতে চায়। নির্বাচনে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।’

গেলাম রব্বানী ছাড়াও শোভাযাত্রায় অংশ নেন বগুড়া জেলার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলার আমির অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, নায়েবে আমির অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, আব্দুল লতিফ প্রামানিক, মাওলানা আব্দুস সালাম, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক, এনামুল হক রানা প্রমুখ।