নাটোরের লালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে জেলা কৃষক লীগের এক নেতাকে। তবে কমিটিতে নাম আসার বিষয়টি নিজেই জানেন না বলে জানিয়েছেন ওই নেতা। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।
বুধবার (১৮ মে) রাতে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরে তিন মাসের জন্য অথবা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ কমিটির অনুমোদন দেয়া হয়।
জানা যায়, এনসিপির ওই কমিটিতে উপজেলার প্রধান সমন্বয়কারী হয়েছেন হুমায়ুন কবির নামে এক ব্যক্তি। তিনি উপজেলার নেঙ্গোপাড়া এলাকার বাসিন্দা ও একজন শিক্ষক। এছাড়া তিনি কৃষক লীগের নাটোর জেলার সদস্য ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি জানতে হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ কৃষক লীগের নাটোর জেলার সদস্য ছিলাম। এ কমিটি নিয়ে আমার সাথে কোনো আলোচনা হয়নি। অজান্তেই আমাকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে।’
ঘোষিত ১৮ সদস্যের কমিটির যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মো: আসাদুজ্জামান রবি, রবিউল ইসলাম রান্টু, মো: নুরুল ইসলাম ও সুমন আলী।
কমিটির অন্য ১৪ সদস্য হলেন- মোছা: আখি খাতুন, প্রফেসর মোশারফ হোসেন, হেলেনা বেগম, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, মাওলানা শামীম আহমেদ, মো: রাজন আলী, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মুফতি মাওলানা সাজ্জাদ হোসেন, শ্যামল চন্দ্র দাস, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, মো: জুলফিকার আলী পারভেজ, ইদ্রিস আলী, ওয়াসিফ আলী, বাবুল ইসলাম, মোছা: রুপা খাতুন ও খন্দকার মুত্তাকিন আহমেদ।
এ বিষয়ে সংগঠনটির নাটোর জেলা সমন্বয়ক শাহিনুল ইসলাম জানান, ‘হুমায়ুন কবির ফ্যাসিস্টবিরোধী একজন মানুষ। তবে আওয়ামী লীগের স্থানীয় চাপে কোনো এক সময় তিনি কৃষক লীগের সমর্থক হয়েছিলেন।’