সুন্দরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৮০তম শাখার উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

Location :

Sundarganj
সুন্দরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৮০তম শাখার উদ্বোধন
সুন্দরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৮০তম শাখার উদ্বোধন |নয়া দিগন্ত

মো: রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৮০তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ শাখার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে কর্মসংস্থান ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো: মুখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মহাব্যবস্থাপক (নিরীক্ষা মহাবিভাগ) মো: আমিরুল ইসলাম।

অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল। কোরআন তেলাওয়াত করেন সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক সালেক মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের ডিজিএম মশিউর রহমান। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ২৮০তম শাখা উদ্বোধন ঘোষণা করেন। পরে বাছাই করা উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।