ভোলার তজুমদ্দিনে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রেজাউল ইসলামকে বরণ করেছেন উপজেলার বিভিন্ন মাদরাসার প্রধানরা। পরে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গোলকপুর কাছিমুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, উত্তর চাঁচড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন, চর জহিরউদ্দিন আহম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল হালিম জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবীপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো: নুরুজ্জামান, উত্তর চাপড়ী মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা কামাল উদ্দিন, খোসনদী দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা গিয়াস উদ্দিন, চাঁচড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো: শামছুদ্দিন, শিবপুর দাখিল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম বাবলু হাওলাদার।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল ইসলাম বলেন, ‘আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আপনাদের উপজেলায় যোগদান করেছি। আপনাদের সকলের সহযোগিতায় শিক্ষাসহ সকল ক্ষেত্রে তজুমদ্দিন উপজেলাটিকে আমরা একটি উন্নত উপজেলা হিসেবে গড়তে চাই। আমরা সকলে মিলে এই উপজেলাটিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাপড়ী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: হাবিবুর রহমান হারুন।
পরে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম মাছুমা খানম মডেল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সরকারি কম্বল বিতরণ করেন।



