বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা আটক

শুক্রবার রাতে কুমিল্লা সদরের আড়াইওরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
আটক আওয়ামী লীগ নেতা
আটক আওয়ামী লীগ নেতা |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহেরকে (৬০) আটক করেছে কুমিল্লা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

ডিবি পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতেই কুমিল্লা সদরের আড়াইওরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু তাহের বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের মরহুম আব্দুল মজিদের ছেলে।

এ বিষয়ে ওসি জানান, আবু তাহেরকে শুক্রবার রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।