নীলফামারীর সৈয়দপুরে আধিপত্যবাদবিরোধী অকুতোভয় বীর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের পুলিশ বক্সের সামনে ওই জানাজা অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আয়োজিত গায়েবানা জানাজায় ইমামতি করেন কাজী সাইদুর রহমান। জানাজা শেষে দোয়া মুনাজাত করেন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মফিজ উদ্দিন সায়মন।
জানাজায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোমেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত আলাল, গণ অধিকার পরিষদের নীলফামারী জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজিদুর রহমান লোহানী ও সৈয়দপুর উপজেলা সভাপতি মনোয়ার হোসেন, এনসিপির উপজেলা আহ্বায়ক জাবেদ আত্তারী, সদস্য সচিব আজাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা নীলফামারী জেলা মুখ্য সংগঠক একরামুল হক বিজয়, সাকিল চৌধুরী, সোয়েব আত্তারী, মো: আরিফ শাহ কবির।
জানাজায় সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে, বায়তুল মোকাররম মসজিদের ইমাম মুফতি আব্দুল মালেক, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ড. আবু বকর সিদ্দিকের বক্তব্য প্রচার করা হয়।



