আমরা একটা নতুন চিন্তা নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছি : রিজভী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের পাগলা টারি গ্রামের ‘গরু ছাড়াই দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানা’ মোস্তাকিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Location :

Kishoreganj
ঘানি টানা বৃদ্ধ মোস্তাকিন আলীর হাতে অটোভ্যানের চাবি তুলে দিচ্ছেন রুহুল কবির রিজভী
ঘানি টানা বৃদ্ধ মোস্তাকিন আলীর হাতে অটোভ্যানের চাবি তুলে দিচ্ছেন রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

নীলফামারী প্রতিনিধি কিশোরগঞ্জ সংবাদদাতা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন বড় বড় প্রকল্পের নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধংস করেছে। দুর্নীতির মাধ্যমে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়া বানিয়েছে। আমরা একটা নতুন চিন্তা, নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে হতদরিদ্র মানুষের সংখ্যা কমে যাবে।’

তিনি বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের পাগলা টারি গ্রামের ‘গরু ছাড়াই দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানা’ মোস্তাকিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে আমাদের যেসব নেতাকর্মী গুম, খুন, হাত-পা-চোখ হারিয়েছে এবং আন্দোলনে যারা শহীদ হয়েছে সেসব পরিবারের পাশে আমরা যাচ্ছি। যতটুকু পারছি আর্থিকভাবে সাহায্য করছি।’

তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ইঙ্গিতে নীলফামারী জেলায় আমাদের চার ভাই শহীদ হয়েছে। এসব হত্যার বিচার অবশ্যই করা হবে।’

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মোস্তাকিন আলীর সাথে সাক্ষাৎ করতে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।

কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামে মোস্তাকিন আলীর বসতবাড়িতে তার ৩০ বছরের স্মৃতিবিজড়িত ‘ঘানি’ পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

এসময় প্রবীণ মোস্তাকিন আলী দম্পতির হাতে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের পক্ষ থেকে ঘানির জন্য গরু কিনতে নগদ অর্থ এবং তার পরিবারকে স্বাবলম্বী করতে ব্যাটারিচালিত দু’টি অটোভ্যানের চাবি তুলে দেন রিজভী।

এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সঙ্গীতশিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।

উল্লেখ্য, নীলফামারীর কিশোরগঞ্জে ‘গরু ছাড়াই দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানছেন মোস্তাকিন দম্পতি’ শিরোনামে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।

এদিকে, একই অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুর উপজেলার শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবুর পরিবারকে আর্থিক অনুদান দেয় ‘আমরা বিএনপি পরিবার’।