চট্টগ্রামের পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আবু সালে মো: শাহরিয়ার নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাটিখাইন এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু সালেহ শাহরিয়ার ওই এলাকার মরহুম আবু তালেবের ছেলে ও যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, শাহরিয়ার গোপনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে তথ্য ছিল। এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, সম্প্রতি শাহরিয়ারের নেতৃত্বে পটিয়ায় গোপনে যুবলীগের একাধিক কর্মসূচি পালিত হয়েছে।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক জিয়াউল হক জানান, গ্রেফতার শাহরিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।



