খুলনায় যুবদলের বহিষ্কৃত সেই নেতাকে গুলি করে হত্যা

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় রাম দা হাতে তার ছবি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই রাতেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন।

খুলনা ব্যুরো

Location :

Khulna
মোল্লা মাহবুবুর রহমান
মোল্লা মাহবুবুর রহমান

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় বাড়ির সামনে তাকে প্রথমে গুলি করা হয়। পরে খুনীরা কুপিয়ে ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো: আব্দুল করিম মোল্লার ছেলে।

মোল্লা মাহবুব দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় রাম দা হাতে তার ছবি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই রাতেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহবুব শুক্রবার দুপুরে বাড়ির সামনে প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। তখন মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পর তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায় ও পায়ের রগ কেটে দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, মাদক বিক্রি নিয়ে প্রতিপক্ষ গ্ৰুপের সাথে মাহাবুবের দ্বন্দ্ব চলছিল। সেটার জেরেই হামলা কিনা খতিয়ে দেখা হচ্ছে। খুনীদের আটকের চেষ্টা শুরু হয়েছে।