সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের জন্য সোমবার লক্ষীপুর বাজারে একটি সভা হয়। সভায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের আলোচনা পর্যালোচনা শেষে, কমিটি গঠনে মতামত নেয়া হয়। এতে ওই ওয়ার্ডের সভাপতি হিসেবে আমীরুল ইসলাম আমীর ও সাধারণ সম্পাদক পদে মাহবুব আলম মুবির পক্ষে উপস্থিতিদের মধ্য বেশী মতামত দেয়া হয়।
সাংগঠনিক সম্পাদক পদে হোসেন মিয়ার নাম প্রস্তাব হলে হোসেন মিয়া এই পদে থাকবে না বলে জানিয়ে দেয়। এর পর উপস্থিত কয়েক জন অন্য কাউকে সাংগঠনিক পদ করার জন্য আলোচনা করেন। আলোচনার মধ্যেই হোসেন মিয়ার লোকজন ও আমীরের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে ও উভয় পক্ষের কয়েকজন আহত হন।
এই ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতা স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে উভয়পক্ষকে অনুরোধ করেন। ওই দিনের রেশ কাটতে না কাটতেই। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর স্থানীয় বাজারে দুই গ্রুপ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলা সহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ছয়জনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এখনো কোনো পক্ষে লিখিত অভিযোগ পাইনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক বা গ্রেফতার নেই।’