ভিকারুননিসায় হিজাব নিয়ে হেনস্তার প্রতিবাদে উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

যদি দ্রুত ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয়, তবে দেশব্যাপী আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
ভিকারুননিসায় হিজাব নিয়ে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
ভিকারুননিসায় হিজাব নিয়ে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের এক শিক্ষিকার বিরুদ্ধে হিজাব পরিহিতা শিক্ষার্থীদের হেনস্তা ও কটূক্তির ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, হিজাব আমাদের ধর্মীয় অনুশাসনের অংশ এবং সাংবিধানিকভাবে প্রদত্ত মৌলিক অধিকার। অথচ রাজধানীর নামী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুলের এক শিক্ষিকা প্রকাশ্যে হিজাব পরিহিতা শিক্ষার্থীদের কটূক্তি করে শুধু তাদের ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ণ করেননি, বরং দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছেন।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশে আমরা কি ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারব না? হিজাব পরার কারণে কেন আমাদের বারবার হেনস্তার শিকার হতে হবে?’

তারা অবিলম্বে সংশ্লিষ্ট শিক্ষিকার পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি দ্রুত ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয়, তবে দেশব্যাপী আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।’