ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আয়োজনে পৌরসভার হল বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুমারখালী প্রেসক্লাবের দফতর সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আফজাল হোসেন, কুমারখালী ইসলামীয়া ফাজিল মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মো: জুলফিকার আলী, পান্টি ডিগ্রি কলেজের শিক্ষক মো: আফতাব উদ্দিন আহমেদ, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, আধিপত্যবাদ বিরোধী মঞ্চের কুষ্টিয়ার প্রধান পৃষ্ঠপোষক সুলতান মারুফ তালহা, জুলাই যোদ্ধা মাশরাফুল ইসলাম তিহা, নয়ন হোসেন রবিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



