লালপুরে সড়ক দুর্ঘটনায় পাওয়ার ট্রলি চালক নিহত

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পাওয়ার ট্রলি চালক নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে লালপুর–আব্দুলপুর সড়কের সাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পাওয়ার ট্রলি চালক নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে লালপুর–আব্দুলপুর সড়কের সাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত গাছের গুড়ি (খড়ি) বোঝাই একটি পাওয়ার ট্রলি আব্দুলপুর থেকে লালপুরের দিকে যাচ্ছিল। পথে সাইপাড়া এলাকায় পৌঁছালে ট্রলিটির সেপ (চেইন/বেল্ট) ভেঙে যায়। এতে ট্রলিতে থাকা ভারী গাছের গুড়ি চালকের শরীরের ওপর পড়ে তিনি চাপা পড়েন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় চালককে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।