রংপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের মুক্তা গাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই |নয়া দিগন্ত

রংপুরে একটি ধানক্ষেত থেকে নুরু নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যার পর ভ্যান ছিনতাই করে নিয়ে যান দুর্বৃত্তরা।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের মুক্তা গাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নুরুর বাড়ি চতরা ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ‘স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার রাতে চতরা থেকে খালাসপীর যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং ভ্যান ছিনিয়ে নেন৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।