বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের পাথরঘাটাস্থ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক জ্ঞানেন্দু বিকাশ চাকমা এই ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি পদে মো: সোলাইমান নির্বাচিত হয়েছেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য ছিলেন। সভাপতি পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মো: সোলাইমান ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
অন্যেদের মধ্যে কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য মো: শামছুল আলম ১৩ ভোট এবং গোপালগঞ্জ কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিত্বকারী সদস্য অশোক কুমার বিশ্বাস পেয়েছেন ১ ভোট। মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য মো: শামছুল আলম ১৩ ভোট এবং গোপালগঞ্জ কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিত্বকারী সদস্য অশোক কুমার বিশ্বাস পেয়েছেন ১ ভোট। মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহ-সভাপতির একটি এবং সদস্য এলাকা-১ ও সদস্য এলাকা-৬ পদে কোনো বৈধ প্রার্থী না থাকায় এসব পদ শূন্য ঘোষণা করা হয়। এছাড়া চারটি এলাকার সদস্য পদের মধ্যে সদস্য এলাকা-২ এ শরীফ উল্লাহ সরকার, সদস্য এলাকা-৩ এ আমিনুল হক মোল্লা, সদস্য এলাকা-৪ এ শহিদুল ইসলাম এবং সদস্য এলাকা-৫ এ রবিন মণ্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচিত হওয়ায় মো: সোলাইমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এছাড়া রাজশাহী সদর মৎস্যজীবী সমবায় সমিতিসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।