ঢাকার দোহার উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার পালামগঞ্জ করবস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ উপজেলার জামালচর এলাকার মো: ইউনুসের ছেলে।
জানা যায়, লটাখোলা এলাকা থেকে মোটরসাইকেলে পালামগঞ্জ যাচ্ছিলেন সোহাগ। পথে পালামগঞ্জ করবস্থান এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসার অপর একটি মোটরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান সোহাগ। তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান, মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।