বগুড়ায় বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে : ভিপি সাইফুল

‘১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণে এদেশের মানুষ যখন দিশাহীন হয়ে পড়েছিল। সেসময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পন করে চলে যায়। এসময় মেজর জিয়াউর রহমান স্ত্রী, সন্তানের কথা চিন্তা না করে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
বগুড়ায় বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ
বগুড়ায় বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রমেরামত ও দেশের জনগণের কথা চিন্তা করে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে ৩১দফার কর্মসূচি ঘোষণা দেন। এই ৩১দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে। মানুষ বাকস্বাধীনতা ফিরে পাবে।’

সোমবার (২ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে বীর উত্তমের শাহাদতবার্ষিকীতে বগুড়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এদিন বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খান্দার বাজার এলাকায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে ভিপি সাইফুল বলেন, ‘১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণে এদেশের মানুষ যখন দিশাহীন হয়ে পড়েছিল। সেসময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পন করে চলে যায়। এসময় মেজর জিয়াউর রহমান স্ত্রী, সন্তানের কথা চিন্তা না করে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপি সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন মন্ডল, জেলা বিএনপির সাবেক তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ্ মো: মেহেদী হাসান হিমু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, পিটু, সৈয়দ আব্দুল গফুর দারা, সাবেক মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম রঞ্জনা, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সভাপতি আতিকুজ্জামান সজীব, সাবেক জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জহুরুল ইসলাম পলাশ, সাহেদুল ইসলাম রবি, সোহেল শাহরিয়ার প্রমুখ।