রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরে গোসল করা অবস্থায় বজ্রপাতে অঞ্জনা কোদালিয়া (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
অঞ্জনা গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরবালিয়া কান্দী বারইডাঙ্গা গ্রামের সুকুমার কোদালিয়ার স্ত্রী।
ওই গৃহবধূর প্রতিবেশী মো: হাসমত আলী বাবুর্চি ও স্থানীয়রা জানান, ওই গৃহবধূ অঞ্জনা ও তার ছোট বোন অনিতা কোদালিয়া একই পরিবারের আপন দু’ ভাইয়ের স্ত্রী। ঘটনার সময় তারা দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতের আঘাতে বড় বোন অঞ্জনা মাটিতে লুটিয়ে পড়েন। ছোট বোনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় অঞ্জনাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, বজ্রপাতে গৃহবধূর মৃত্যু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।