ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘মিনার’ প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিন কাসেমীর নির্বাচনী প্রচারণা শুরু

‘কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যোগ্য মনে করলে আমি ঐক্যবদ্ধভাবে প্রার্থী হতে চাই।’

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মুফতি বোরহান উদ্দিন কাসেমী
নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মুফতি বোরহান উদ্দিন কাসেমী |ছবি : নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ‘মিনার’ প্রতীকের প্রার্থী হিসেবে লড়বেন দলটির জেলা সদস্য সচিব মুফতি বোরহান উদ্দিন কাসেমী।

সে লক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সরাইল কুট্টাপাড়া বিশ্বরোড এলাকা থেকে বিশাল শোডাউন ও পথসভার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার সূচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইসলামী ঐক্যজোটের আহ্বায়ক মাওলানা মেরাজুল হক কাসেমী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা আলী আজম কাসেমী ও মুজিবুর রহমান মাদানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শোডাউনপূর্ব পথসভায় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মুফতি বোরহান উদ্দিন কাসেমী বলেন, ‘একসময় ব্রাহ্মণবাড়িয়া জেলায় একমাত্র ইসলামী বড় দল ছিল ইসলামী ঐক্যজোট। আমার নেতা মুফতি আমিনী ২০০২ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার রেখে যাওয়া আমানত রক্ষা ও দেশ-জাতির কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে আসছি।’

তিনি আরো বলেন, ‘২০০৫ সাল থেকে আমি জেলা ইসলামী ঐক্যজোটের সেক্রেটারির দায়িত্ব পালন করছি। পাশাপাশি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী সংগঠনগুলোর মধ্যে আমি সবচেয়ে সিনিয়র নেতা। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যোগ্য মনে করলে আমি ঐক্যবদ্ধভাবে প্রার্থী হতে চাই।’