ঢাকার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অডিও ভিজ্যুয়াল সেন্টারে রোববার (১৬ নভেম্বর) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলামের সভাপতিত্বে দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ফুটবল ও বাংলাদেশ ক্রিকেটের অনন্য ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার ক্রীড়া সম্পাদক এম এম কায়সার ও চ্যানেল- ২৪ এর বিশেষ সংবাদদাতা এবং বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) সভাপতি রেজওয়ান উজ জামান।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ শফিকুল ইসলাম মানিক, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বিসিবির সিনিয়র কোচ এইচ পি দল- দিপু রায় চৌধুরী, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শেখ মো: আসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও হেড অফ অপারেশন এবং বিসিবি’র গেম ডেভেলপমেন্ট হাবিবুল বাশার সুমন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ- স্বপন কুমার দাস।
সেমিনারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ডের নির্বাচিত প্রতিনিধি, ফুটবল ও ক্রিকেটের বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড়রা, ক্লাব সংগঠক, ক্লাব প্রতিনিধি এবং কোচ এবং ক্রীড়া সংশ্লিষ্ট সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সেমিনারের মাধ্যমে মূলত: দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ফুটবল ও ক্রিকেটের ঐতিহ্য, ঐতিহাসিক ক্রমধারা, বিভিন্ন সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম সেমিনার শেষে ক্রীড়াঙ্গনের সার্বিক সাফল্য ও উন্নতির লক্ষ্যে ফুটবল ও ক্রিকেট যুগপৎভাবে এগিয়ে যাবে এ আশা রেখে অনুষ্ঠান শেষ করেন।



