কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশী যুবকের লাশ হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তার লাশ হস্তান্তর করা হয়।
উপজেলার মহিষকুন্ডি ইউনিয়নের জামালপুর সীমান্তের সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিহত শান্তর লাশ হস্তান্তর করেন বলে নিশ্চত করেছে বিজিবি।
নিহত শান্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শান্ত গত ৫ ডিসেম্বর রাতে ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতের প্রায় পাঁচ শ’ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে শান্ত গুলিবিদ্ধ হন এবং তার সাথে থাকা অন্য সহযোগীরা তাকে রেখে পালিয়ে যান।
গুলিবিদ্ধ অবস্থায় আহত শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নেয় বিএসএফ। পরে তাকে হাসপাতালে নেয়ার পর ওই দিনই বেলা সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ৫ ও ৮ ডিসেম্বর বিজিবি-বিএসএফ মধ্যে দু’ দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।



