ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মদিনের বেলুন গলায় আটকে ৭ মাস বয়সী রাফসা নামে এক ফুটফুটে শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাফসা ওই এলাকার মো: রনি মিয়ার মেয়ে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাহাবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুকন্যা রাফসার বড় ভাই ইহানের চতুর্থ জন্মদিন ছিল সোমবার। এ উপলক্ষে পরিবারের সদস্যরা ইহানের জন্মদিন পালনের প্রস্তুতি নেন। সেই অনুযায়ী রাত সাড়ে ৮টার দিকে ইহানের বাবাসহ সবাই বেলুন ফুলিয়ে ঘর সাঁজাতে ব্যস্ত ছিলেন। এদিকে শিশু রাফসা খাটের উপর বসে খেলছিল এবং সবার অজান্তে রাফসা মুখে বেলুন দেয়, যা দুর্ঘটনাক্রমে গলায় আটকে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই শিশুটি মারা যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে। আসলে এটি একটি নিছক দুর্ঘটনা। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করতে আসে নাই। তবে পরিবারের সদস্যদের বিশেষ করে মা-বাবাদের ছোট বাচ্চাদের প্রতি নজর রাখার প্রয়োজন।