ডোমারে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

ছেঁড়া মশারির টুকরো নিয়ে বাড়ির পাশের পাঙ্গা নদীতে মাছ ধরতে নামে তিন শিশু। একপর্যায়ে নদীর মাঝখানে গেলে পানিতে ডুবে যায় হুমায়রা ও তৌফিক।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নয়া দিগন্ত

নীলফামারীর ডোমারে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো তেলীপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৭) ও একই গ্রামের তাহেরুলের ছেলে তৌফিক (৬)।

স্থানীয়রা জানায়, পরিবারের অজান্তে ছেঁড়া মশারির টুকরো নিয়ে বাড়ির পাশের পাঙ্গা নদীতে মাছ ধরতে নামে তিন শিশু। একপর্যায়ে নদীর মাঝখানে গেলে পানিতে ডুবে যায় হুমায়রা ও তৌফিক। এ সময় তাদের সাথে থাকা অপর শিশু সিয়াম নদীর উপরে উঠে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে ডুবে যাওয়া শিশু দুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।