বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি নেসকো প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজশাহী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্য নেতারা।
র্যালির আগে এক সংক্ষিপ্ত পথসভায় ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তার রাজনৈতিক দর্শন জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন আসে।’
এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন নজরুল ইসলাম।