ধামরাইয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি

বিজয় র‍্যালিটি ধামরাই পৌর শহরের কৃষান মার্কেটের থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ের জুলাই গণঅভ্যুত্থানের উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি
ধামরাইয়ের জুলাই গণঅভ্যুত্থানের উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি |নয়া দিগন্ত

ধামরাইয়ে গণঅভ্যুত্থানের আওয়ামী ফ্যাসিবাদের পতন উপলক্ষে বিজয় র‍্যালি করেছে ধামরাই থানার বিএনপির ও অঙ্গ সংগঠন।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ধামরাই থানার বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় উপলক্ষে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিজয় র‍্যালি ধামরাই পৌর শহরের কৃষান মার্কেটের থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও থানার বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।

এ সময় র‍্যালিতে অংশ নেন ধামরাই থানার সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খাঁন ফরহাদ, ধামরাই পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ হোসেন, ফিরোজ খান বাবু, বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সোমভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাউদ হোসেন, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার ডলি ও বিএনপি নেতা মীর কবীর আলী প্রমুখ ।