ফেব্রুয়ারির নির্বাচন কোনো শক্তিই প্রতিহত করতে পারবে না : দুলু

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে ছাতনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোরে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু |নয়া দিগন্ত

নাটোরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন কোনো শক্তিই ষড়যন্ত্র করে প্রতিহত করতে পারবে না।‌ ঐক্যবদ্ধভাবে যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে। এজন্য তিনি সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে ছাতনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপি'র সাবেক সহ সভাপতি আকবর মিয়াজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ওর্য়াড বিএনপির সাবেক সহ-সভাপতি আকবর মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী ভূইয়াসহ ইউনিয়ন বিএনপির নেতারা।