দাগনভুঞায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন ফেনী জামায়াত আমির

‘যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তিনি এই কঠিন সময়ে ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
দাগনভুঞায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন ফেনী জামায়াত আমির
দাগনভুঞায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন ফেনী জামায়াত আমির |ছবি : নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞার পৌর এলাকার কামারগলিতে সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের সহমর্মিতা জানিয়ে সমর্থন প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য, ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) জেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, দাগনভূঞা উপজেলার আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন, দাগনভূইয়া পৌরসভা আমির মাওলানা কামরুল আহসান, দাগনভূঞা উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌরসভা সেক্রেটারি আবু সাঈদ মু. কামরুজ্জামান, আইবিডব্লিউএফ ফেনী জেলা সহ-সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, আইবিডব্লিউএফ দাগনভূঞা পৌরসভা সহ-সভাপতি একরামুল হক, সাবেক কমিশনার নজির আহাম্মদ, কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে জেলা আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান উপস্থিত সকলের সাথে মহান আল্লাহ তায়ালার কাছে মুনাজাত পরিচালনা করেন, যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তিনি এই কঠিন সময়ে ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।