এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলনে শাবিপ্রবি ভিসি

শুক্রবার (৩০ জানুয়ারি) এই গবেষণা ও শিক্ষা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলন শেষ হবে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের শিক্ষা ও আইসিটি খাতের নেতৃবৃন্দ উন্নত নেটওয়ার্ক প্রযুক্তি ও শিক্ষায় ডিজিটাল রূপান্তরের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলন
এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলন |নয়া দিগন্ত

‘ইন্টেলিজেন্ট এডুকেশন’ রূপরেখা নিয়ে ঢাকায় এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলনে অংশগ্রহণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

বুধবার (২৮ জানুয়ারি) শাবিপ্রবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্প এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলনের আয়োজন করে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। সম্মেলনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) এই গবেষণা ও শিক্ষা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলন শেষ হবে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের শিক্ষা ও আইসিটি খাতের নেতৃবৃন্দ উন্নত নেটওয়ার্ক প্রযুক্তি ও শিক্ষায় ডিজিটাল রূপান্তরের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।