চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কাশেম (৩০) নামে এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ওই ইউনিয়নের মরহুম ফরিদ আহমেদের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে বৈদ্যুতিক বাল্ব পরীক্ষা করতে গিয়ে জেনারেটরের সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: সাইফুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।