চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্রের ভাণ্ডার ও বিরল হরিণের চামড়াসহ তিনজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার ছত্রপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- একই গ্রামের শামিম হোসেন (৩০), হান্নান হোসেন (৫৪) ও লাল্টু হোসেন (৪০)।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, হারদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ছত্রপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ককটেল বোমা, দেশীয় তৈরি তিনটি ফালা, সাতটি ধারালো অস্ত্র, একটি হরিণের চামড়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।
এদিকে অভিযানের পর সেনাবাহিনী পুলিশ সদস্যদের অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা, অস্ত্র ও হরিণের চামড়ার বিস্তারিত জব্দ তালিকা প্রস্তুত করে আটক তিন ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: মাসুদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অপারেশন পরিচালনা করে শামিম, হান্নান ও লাল্টুকে ককটেল বোমা ও ধারালো অস্ত্রসহ আটক করে। আমরা তাদের থানায় নিয়ে আসি এবং প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া সম্পন্ন করেছি। ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, এ অভিযানটি এলাকায় সম্ভাব্য নাশকতা ও অবৈধ অস্ত্র-বিস্ফোরক রোধে সাম্প্রতিক সময়ে পরিচালিত বিশেষ নজরদারির অংশ হিসেবে পরিচালিত হয়।



