সিলেট চেম্বার নির্বাচন স্থগিত নিয়ে উত্তেজনা, ডিসি অফিসে দু’পক্ষের হাতাহাতি

এসময় একপক্ষের সদস্যদের অপর পক্ষের দিকে তেড়ে যেতেও দেখা যায়। পরে দুই পক্ষের সিনিয়র সদস্যদের উদ্যোগে পরিস্থিতি শান্ত হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
উত্তেজনাকর পরিস্থিতির একটি মুহূর্ত
উত্তেজনাকর পরিস্থিতির একটি মুহূর্ত |নয়া দিগন্ত

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির নির্বাচন স্থগিত হওয়া নিয়ে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাত ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম নেতৃবৃন্দের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত বাক্যবিনিময় হক। এসময় একপক্ষের সদস্যদের অপর পক্ষের দিকে তেড়ে যেতেও দেখা যায়। পরে দুই পক্ষের সিনিয়র সদস্যদের উদ্যোগে পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনে ব্যবসায়ীরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে অংশ নেন। প্যানেল দুটি হলো, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম।

আগামী ১ নভেম্বর শনিবার সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে ভোটগ্রহণের পাঁচ দিন আগে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিত করার কথা জানানো হয়। এতে প্রার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যার বহিঃপ্রকাশ ঘটে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে।

এদিকে, বিকেলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জোয়ার দেখে একটা পক্ষ নির্বাচন স্থগিত করিয়েছে। রোববার বিকেল ৪টায় নগরীর হোটেল স্টার প্যাসিফিকে জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

এদিকে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেল সিলেট ব্যবসায়ী ফোরাম সোমবার (২৭ অক্টোবর) বেলা ২টায় নগরীর একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে।