বিকেএসপিতে ঢাকা বিভাগের খেলোয়াড় ভর্তির কার্যক্রম শুরু

শনিবার প্রথমদিন ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও থানা পর্যায় থেকে বিপুল সংখ্যক ক্রীড়া প্রতিভাবান ছেলে-মেয়েরা অংশ গ্রহণ করেন। যা আগামীকাল ১১ জানুয়ারি রোববার প্রাথমিক বাছাই কার্যক্রম শেষ হবে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
বিকেএসপি খেলোয়াড় ভর্তির কার্যক্রম
বিকেএসপি খেলোয়াড় ভর্তির কার্যক্রম |নয়া দিগন্ত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’তে ২০২৬ সালের দুইদিন ব্যাপী ২১ ক্রীড়া বিভাগের খেলোয়াড় ভর্তির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) প্রথমদিন ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও থানা পর্যায় থেকে বিপুল সংখ্যক ক্রীড়া প্রতিভাবান ছেলে-মেয়েরা অংশ গ্রহণ করেন। যা আগামীকাল ১১ জানুয়ারি রোববার প্রাথমিক বাছাই কার্যক্রম শেষ হবে।

এর আগে গত ২২ ডিসেম্বর’২০২৫দিনাজপুর থেকে ভর্তির প্রাথমিক কার্যক্রম হয়।

সরেজমিন ও বিকেএসপি সূত্রে জানা যায়, বরাবরের ন্যায় এবারও তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়া প্রতিভাবান ছেলে-মেয়েদের কথা বিবেচনা করে ভর্তি প্রাথমিক কার্যক্রম বিকেএসপির মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। সূত্র জানায় গরীব ও সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েরা একদিকে যেমন তাদের প্রতিভা যাচাই করার সুযোগ পাবে অন্যদিকে দেশের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গন প্রতিভাধর খেলোয়াড় প্রাপ্তির মাধ্যমে আরো বেশিসমৃদ্ধ হবে।

পর্যায়ক্রমে বিকেএসপির বিভিন্ন আঞ্চলিক কেন্দ্ররাজশাহী, ময়মনসিংহ স্টেডিয়াম, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশালে প্রাথমিক বাছাই ইতোমধ্যে শেষ হয়েছে। অনলাইনে ২১ ক্রীড়া বিভাগে শনিবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে আবেদন করা হয়েছে ১০ হাজার ৩০০ জন। আর ঢাকা বিভাগে আবেদন করা হয়েছে তিন হাজার ৮৮ জন। ২১টি ক্রীড়া বিভাগে চুড়ান্ত ভাবে প্রায় ২৫০ জনকে ভর্তি করা হবে। এদের মধ্যে কিছু সংখ্যক চতুর্থ এবং বেশির ভাগ সপ্তম শ্রেণিতে ভর্তি করা হবে বলে জানা যায়।

খেলোয়াড় ভর্তির প্রাথমিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো: লুৎফর রহমান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ বিভাগের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ইমরান হাসান ও জনসংযোগ কর্মকর্তা মো: আশরাফুজ্জামান প্রমুখ।