জামালপুরের মেলান্দহ উপজেলায় কলাবাগান থেকে বেবি (৫৫) নামে মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটা দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ডেফলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মানসিক প্রতিবন্ধী ওই নারী কাঙ্গালকুর্শা এলাকায় মরহুম দোলা মিয়ার মেয়ে।
জানা যায়, ২৫ নভেম্বর ভোর রাতে ওই নারীর নিজ ঘর থেকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডেফলা ব্রিজের পাশে দুপুরের দিকে কলাবাগানে কয়েকজন শ্রমিক কাজ করার উদ্দেশে যায়। তারা গিয়ে মানসিক প্রতিবন্ধী নারীর লাশ দেখতে পান তারা। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় ওই নারীর পরনের কাপড় দ্বারাই ঢাকা ছিলো তার শরীর।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মেলান্দহ-মাদারগঞ্জ) সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘মানসিক প্রতিবন্ধী ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার স্বজন আসলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’



