উত্তরায় বিমান দুর্ঘটনা

মির্জাপুরে তানভীরের দাফন সম্পন্ন

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে আন্দিপাড়া হনুফা লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
শিক্ষার্থী তানভীরের দাফন সম্পন্ন
শিক্ষার্থী তানভীরের দাফন সম্পন্ন |নয়া দিগন্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তানভীর হোসেনের দাফন গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার আন্দিপাড়া গ্রামে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে আন্দিপাড়া হনুফা লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে নির্ধারিত সময়ের আগেই মুসুল্লিতে পুরো মাঠ ভরে যায়। জানাজা শেষে আন্দিপাড়া ও নয়াপাড়া যৌথ সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: তোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা আমির ইয়াহইয়া খান মারুফ, টাঙ্গাইল-৭ জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্যা তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, জামায়াতের উপজেলা সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধা, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মহসীন শিপন অংশ নেন।

তানভীরের চাচাতো ভাই ও গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: তোফাজ্জল হোসেন জানান, ফাইটার বিমান বিধ্বস্তের পর থেকে মাইলস্টোন স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির ফাস্টবয় তানভীর হোসেনকে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ১১টার দিকে তার লাশ আমাদের দিলে লাশবাহী অ্যাম্বুলেন্সে মির্জাপুর আসার পথে দুর্ঘটনায় পড়ে। পরে ভোরে তানভীরের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকে স্তব্ধ হয়ে পড়ে গ্রামবাসী। সকলের প্রার্থনায় একটায় চাওয়া ওপারে ভালো থাকুক প্রিয় তানভীর।