নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দায় সমাজসেবা অধিদপ্তরের দারিদ্র বিমোচন কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। এ সময় নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পল্লী সমাজ সেবা, পল্লী মাতৃকেন্দ্র, দৃষ্টিপ্রতিবন্ধী ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম এবং আশ্রয়ন প্রকল্পের আওতায় উপজেলার তিনজন প্রতিবন্ধী উপকারভোগী, মাওলানা আরিফ, লতিফ শরিফ ও জসিমউদ্দিনের হাতে ৫০ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক তুলে দেয়া হয়।



