সোনারগাঁওয়ে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

জাহিদ মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাওয়ার পথে পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Narayanganj

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসের চাপায় জাহিদ হাসান শাওন মৃধা (৪৪) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে মহাসড়কের সোনাখালী আবাদী সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ লক্ষ্মীপুর জেলার সদর থানার বিজয়নগর গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহিদ মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাওয়ার পথে পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়। এ সময় জাহিদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, ‘সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত কিংবা বাসের চালক-হেলপার কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তারা পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’