‘ঈদের দিনে এক হয়ে যাই সব ব্যবধান ভুলে, এই জনপদ হেসে উঠুক তাকওয়ারই ফুলে’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে সিরাজগঞ্জ ভাষানী মিলনাতনে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম।
সিরাজগঞ্জ শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোস্তফা মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজিম উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মীর রহমতুল্লাহ লিটন, ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রাকিব হাসান সজল, ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ উদ্দীন।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ ব্যতিক্রম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।