জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন একাধিক নাশকতা মামলার আসামি ও সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (৩০ জুলাই) দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। পরে ২০২৩ সালের ২০ জুন মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কারাগার থেকে জামিনে বের হয়ে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন বাবু। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত ৬ মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। ১৯ ফেব্রুয়ারি থেকেই রায়ের ছয় মাস কার্যকর হলে তিনি আর মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।
বক্তারা আরো বলেন, তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। তিনি চেয়ারম্যান হিসেবে ফিরে আসতে পারলে এলাকাবাসীর ক্ষতি করবে। শুরু হবে তার অন্যায়, অত্যাচার ও নির্যাতন। তাই দ্রুত সময়ের মধ্যে বাবুকে আবারো বরখাস্ত ও গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।
সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ সময় বক্তব্য রাখেন সাধুর পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লাহ, সহসভাপতি সোনা মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়া আহম্মেদ সুমন, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ জামালপুর জেলার প্রধান সমনায়ক আল মানছুর মুহিদসহ বিক্ষুব্ধ এলাকাবাসী।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদের গেটে তালা ঝুলিয়ে দেন।