দর্শনা চেকপোস্ট থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে শামীম রেজা সাজু (৩১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
শামীম রেজা সাজু (৩১)
শামীম রেজা সাজু (৩১) |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে শামীম রেজা সাজু (৩১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে নিজ শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এদিন সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন। নতুন ভবনের দ্বিতীয় তলায় তিনি একা একটি কক্ষে থাকতেন।

পুলিশ ও সহকর্মীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় সহকর্মীরা শামীম হোসেনকে খুঁজতে যান। দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।