নুরুল আমিন

মিরসরাইয়ে ধানের শীষের গণজাগরণ সৃষ্টি হয়েছে

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে মায়ানী ইউনিয়ন ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল আমিন
চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল আমিন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

তিনি বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি ছিল জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিলেন। আজও আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, মিরসরাইয়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। অনেক আগে বাইরে ছিল, এখন সবাই একই ছাতার নিচে চলে আসছে। এখনো যারা বাইরে আছে তারাও দু’একদিনের মধ্যে অন্যরা চলে আসবে।

তিনি আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো: মুসা মিয়া এবং সঞ্চালনা করেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা বিএনপির সদস্য মাস্টার মো: ইউনুস, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো: কামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেশকাত হোসেন চৌধুরী, সদস্য সচিব মাসুম বিল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, মো: আলমগীর, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খাদেমুল ইসলাম মিলু, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: সাইফুল ইসলাম সাইফুল, সাবেক ছাত্রনেতা শোয়েব হাসান, উপজেলা যুবদলের সদস্য এস এম সুমন, মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল কাইয়ুম, মায়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মুসলিম উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম, কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শিপন প্রমুখ।

সভায় মায়ানী ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।