মহেশপুরে জোড়া হত্যা মামলার জেরে যুবক গুলিবিদ্ধ

র্ব বিরোধ ও জোড়া হত্যাকাণ্ডের জেরে এই গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Maheshpur
মহেশপুর থানা
মহেশপুর থানা |সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে ইব্রাহিম (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১১ মে) রাত ৯টার দিকে উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইব্রাহিম বাঘাডাঙ্গা গ্রামের মরহুম আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ জানুয়ারি সীমান্ত এলাকায় চোরাচালান সিন্ডিকেটের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শামিম হোসেন ও তার ভাতিজা মন্টু মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় বাঘাডাঙ্গা কল্যাণপাড়া গ্রামের তরিকুল ইসলাম আকালে ও ইব্রাহিমসহ কয়েকজনের নামে মামলা দায়ের করে নিহতদের পরিবার। মামলার পর থেকে প্রধান আসামি তরিকুল ইসলাম পলাতক থাকলেও ইব্রাহিম দু’মাস আগে জামিনে মুক্তি পান এবং গ্রামে বসবাস শুরু করেন।

গুলি চালানোয় অভিযুক্ত রফিকুল ইসলাম রাফি নিহত শামিম হোসেনের ভাই ও মন্টু মিয়ার চাচা।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পূর্ব বিরোধ ও জোড়া হত্যাকাণ্ডের জেরে এই গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।