কিশোরগঞ্জে নরসুন্দা নদী পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতাকর্মীরা

পরিবেশ সচেতনতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে কিশোরগঞ্জের নরসুন্দা নদীতে পরিচ্ছন্নতা অভিযান যুবদলের।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
কিশোরগঞ্জে নরসুন্দা নদী পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতাকর্মীরা
কিশোরগঞ্জে নরসুন্দা নদী পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতাকর্মীরা |নয়া দিগন্ত

পরিবেশ সচেতনতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে কিশোরগঞ্জের নরসুন্দা নদীতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের বড়বাজার-নিউটাউন ব্রিজ এলাকায় এ কার্যক্রমে অংশ নেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

কিশোরগঞ্জ জেলা যুবদল আয়োজিত এ কার্যক্রমে মোনায়েম মুন্নার সাথে দলটির সহস্রাধিক নেতাকর্মী যোগ দেন।

জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ বলেন, ‘দখল দূষণে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল নরসুন্দা নদীর। পরিবেশ বিপর্যয়ের শঙ্কায় আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। একটি সুন্দর কিশোরগঞ্জ শহর গড়ে তোলার জন্য আমরা প্রতিটি ওয়ার্ডে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাব।’

শুক্রবার বেলা ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কিশোরগঞ্জ জেলা শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীটির বড়বাজার-নিউটাউন ব্রিজের নিচে বাজার ও আশপাশের সব ময়লা ফেলার কারণে পানি প্রবাহ বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ। ভাগাড়ের ময়লার দুর্গন্ধে পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের নাক চেপে সেতুটি পার হতে হয়। কাঁচি কোদাল ও এসকেভেটর দিয়ে এসব ময়লা ও আবর্জনা পরিস্কার করছেন যুবদলের নেতা কর্মীরা। পরে এসব বর্জ্য ট্রাকে করে পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে ফেলা হয়।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সাথে এ সময় অন্যদের মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল প্রমুখ।

নরসুন্দা নদী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ সম্পর্কে আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘৫ আগস্টের পর থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে বার্তা দিচ্ছেন ও চাচ্ছেন, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণকে নিয়ে রাজনীতি করতে হবে। তার এই নির্দেশনা অনুযায়ী, দায়িত্বের এবং মানবিক সমাজ বিনির্মাণের যে লক্ষ্যে আমরা কাজ করছি, তারই অংশ হিসেবে জেলা যুবদল নরসুন্দা পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। মানবিক সমাজ বিনির্মাণে এবং জনকল্যাণে যুবদলের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

এই কার্যক্রমে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের যুবদলের সহস্রাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নরসুন্দা নদী পরিষ্কারের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।