সাঁথিয়ায় মাওলানা নিজামী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সাঁথিয়া দৌলতপুর ইমাম হোসাইন অ্যাকাডেমি প্রাঙ্গণে আজ শনিবার এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

Location :

Santhia

পাবনার সাঁথিয়ায় জামায়াতের সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতের সাবেক আমির শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের সভাপতি শামসুন্নাহার নিজামী ও সাধারণ সম্পাদক ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সার্বিক দিকনির্দেশনায় এবং ফাউন্ডেশনের সদস্য মাওলানা মোকলেছুর রহমান, মাওলানা আব্দুল কদ্দুস, আনিসুর রহমান, মোস্তফা কামাল মানিক, ড. কামরুজ্জামান বকুল, আতাউর রহমানের তত্ত্বাবধানে সাঁথিয়া দৌলতপুর ইমাম হোসাইন অ্যাকাডেমি প্রাঙ্গণে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিং, নাক, কান, গলা এবং গাইনিসহ স্বাস্থ্য পরামর্শসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।