ভান্ডারিয়ায় নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

শরিবার (২৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে মিজানুর ভান্ডারিয়া লঞ্চঘাট এলাকায় খেয়ায় যাত্রীদের নদী পার করে দেয়ার সময় পোনা নদীর মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দিন চেষ্টা করেও স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Pirojpur
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

পিরোজপুরের ভান্ডারিয়ায় লঞ্চঘাটের খেয়া পারাপারের সময় নদীতে পড়ে মিজানুর রহমান ওরফে মেজার (৪০) নামে এক যুবক নিখোঁজের পাঁচ দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চিংগুরিয়া এলাকার চিংগুরিয়া খালের মোহনায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিজানুর ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম খাল এলাকার বাসিন্দা এবং মরহুম আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। তার দুই ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে। এছাড়া তিনি দীর্ঘ দিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন চিংগুরিয়া খালের মোহনায় কাঁচা নদীতে লাশটি ভাসতে দেখে মিজানুর রহমানের পরিবারকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।

এর আগে, শরিবার (২৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে মিজানুর ভান্ডারিয়া লঞ্চঘাট এলাকায় খেয়ায় যাত্রীদের নদী পার করে দেয়ার সময় পোনা নদীর মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দিন চেষ্টা করেও স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।