বরগুনায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন

জেলা প্রসাশক মো: শফিউল আলম সভাপতিত্বে এই অনুষ্ঠানে জুলাই আন্দোলন চলাকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন জুলুম-নির্যাতনের কথা তুলে ধরেন।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barishal
নয়া দিগন্ত

বরগুনায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টা থেকে আন্দোলনে নিহতদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই আন্দোলনের নিহতদের স্বজন ও জুলাই যোদ্ধাদের সাথে সম্মিলিত অনুষ্ঠান আয়োজন করে।

জেলা প্রসাশক মো: শফিউল আলম সভাপতিত্বে এই অনুষ্ঠানে জুলাই আন্দোলন চলাকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন জুলুম-নির্যাতনের কথা তুলে ধরেন জুলাই আন্দোলনের নিহতদের স্বজন ও জুলাইযোদ্ধারা।

এছাড়াও গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বেবাজিয়াখালী গ্রামের আব্দুল আজিজ জমাদ্দারের ছেলে মো: ইসহাক জমাদ্দারের সমাধিস্থলে বামনা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান (অ.দা.), বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন-রশীদ, বামনা প্রেসক্লাব সভাপতি মো: আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতর প্রধানগণ পুষ্পমাল্য অর্পণ ও দোয়া-মোনাজাত করেন।

এছাড়াও সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে শোভাযাত্রা এবং গণহত্যাকারীদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ করে।