জামালপুরে ৫ দফা গণদাবিতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পিটিআই মোড় থেকে মিছিলটি শুরু হয়ে জামালপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Jamalpur
৫ দফা গণদাবিতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ
৫ দফা গণদাবিতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ |নয়া দিগন্ত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর ২০২৫-এর মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর জেলা জামায়াত।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পিটিআই মোড় থেকে শুরু হয়ে জামালপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কুদরতে খোদা, জামালপুর শহর শাখার আমির আল ইমরান, সদর উপজেলার আমির মাওলানা শরিফুল ইসলাম, সদর সেক্রেটারি রেজাউল করিম নোমান, মেলান্দহ উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আলী ফরাজী, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসাদুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থানের পরেও গণদাবির জন্য আমাদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক। যেনতেনভাবে জুলাই সনদে স্বাক্ষরের পর এর আইনি ভিত্তি নিয়ে কালক্ষেপণ চলছে। এ নিয়ে কূটকৌশল গণঅভ্যুত্থানের শহীদের সাথে প্রতারণার শামিল। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোনো টালবাহানা ছাত্র-জনতা মেনে নিবে না। নভেম্বরে গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে জুলাই অধ্যাদেশ জারি করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।

তারা বলেন, গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মশকরা ও আপত্তিকর বক্তব্য প্রদান করছেন। যা গণদাবির সাথে তামাশার শামিল। সরকারের কতিপয় উপদেষ্টা ও কর্মকর্তা একটি দলের অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। ফলে দেশে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরো বলেন, দেশে মানুষ জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে। একটি দল এ গণজোয়ার দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জামায়াত অঙ্গীকারাবদ্ধ। তাই জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে মধ্যেই গণভোট এবং জামায়াত ঘোষিত ৫ দফা গণদাবি পূরণে অন্তর্বর্তী সরকারের এমন টালবাহানায় জনগণ উদ্বিগ্ন। গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ৫ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।